ইন্সটলমেন্টে গাড়ি কেনা জায়েজ আছে না নাই

شیر کریں اور علم دین کو عام کریں

Installment

আচ্ছালামু আলাইকুম

ইন্সটলমেন্টে গাড়ি কেনা জায়েজ আছে না নাই ?্য

ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান প্রশ্ন করেছেন
ইন্সটলমেন্টে গাড়ি কেনা জায়েজ আছে না নাই?

উত্তর আল্লাহতালার রহমে:-
কিস্তিতে গাড়ি কেনা তখনই জায়েজ হবে যখন গাড়ি খরিদ করার সময় তার মুঠ দামটা নির্ধারিত করা হয়ে যায় চাই দামটা নগদের চাইতে বেশি হোক,
এর সাথে কিস্তি কতটা দিবে এবং কোন কোন দিনে দিবে সেটাও নির্ধারিত হওয়া জরুরী।
আরেকটা শর্ত না থাকা জরুরি সে শর্তটা হলো সময় মতে কিস্তি আদায় করতে না পারলে জরিমানা দিতে হবে। (এই শর্ত না থাকা জরুরি)
কিন্তু আজকের দিনের কিস্তিতে খরিদ করার বেশিভাগ তরিকা গুলো জায়েজ নাই গতিকে আপনি কোন তরিকার কথা জিজ্ঞাসা করতে চাইছেন কিবাতো আপনি কি হিসেবে গাড়ী কিনেছেন আমাদেরকে জানাবেন ।
ইতী
মুফতি মুখতার হুছাইন।

Print Friendly, PDF & Email

جواب دیں

آپ کا ای میل ایڈریس شائع نہیں کیا جائے گا۔ ضروری خانوں کو * سے نشان زد کیا گیا ہے